ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা সত্ত্বেও দুর্ধর্ষ বোলিংয়ের জন্য বাকি টিমগুলির চেয়ে এগিয়ে ভারত
ক্রিকেটে একটা চলতি কথা আছে- ব্যাটসম্যান তোমায় ম্যাচ জেতাতে পারে কিন্তু টুর্নামেন্ট জেতাবে তোমায় বোলার। রবি শাস্ত্রী-বিরাট কোহলির ভারত এখন এই তত্ত্বেই বিশ্বাসী। একটা সময় ছিল ভারতে ব্যাটসম্যানের কোনো অভাব ছিল না, কিন্তু ভালো বোলার পাওয়া ভাগ্যের ব্যাপার ছিল। স্পিন বোলারের খুব একটা অভাব না থাকলেও প্রকৃত ফাস্ট বোলার ছিল ডুমুরের ফুল। সৌরভ গাঙ্গুলীর সময় থেকে অবস্থার কিছুটা পরিবর্তন আসলেও বিরাট কোহলি ঠিক এই জায়গাটিতে বিপ্লব ঘটিয়েছেন। বিরাটের পূর্বসূরি ধোনিও স্পিনেই বেশি বিশ্বাস রাখতেন, কিন্তু বিরাট বিশ্বাস করেন আগুনে পেস এটাক-এ। তিনি এই ভারতীয় দলে যেমন ফিটনেসের বিপ্লব ঘটিয়েছেন,তেমনই ফাস্ট বোলিং-এও। বুমরাহ-সামি-ভুবেনেস্বর-হার্দিক এখন যে কোনো পরিবেশে যেকোনো প্রতিপক্ষের কাছে ত্রাস। ভুলে যাবেন না উমেশ, নভদীপ সাইনি, খলিল, ইশান্ত শর্মা - যারা যেকোনো ভালো টিমে প্রথম এগারোতে খেলতে পারেন, ভারত বিশ্বকাপে তাদের নেট-বোলার হিসেবে ব্যবহার করছে! মানে ভাবুন ফাস্ট বোলারদের পুলটা কতটা মজবুত ভাবে তৈরী হয়েছে। এর পেছনে যেমন বিরাট কোহলি-রবি শাস্ত্রীর মাথা রয়েছে, ঠিক তেমনই রয়েছে বোলিং কোচ ভরত অরুণের পরিশ্রম। এর